PPWC এর আয়োজনে চলছে অব্যাহত শিক্ষা এবং সম্প্রসারণ কর্মসূচী

0
112

PPWC তার অব্যাহত শিক্ষা এবং সম্প্রসারণ কর্মসূচীর আয়োতায় ৫০ ঘণ্টার ব্যথা এবং পক্ষাঘাত বিষয় জ্ঞান বিনিময়, আলোচনা এবং তার ক্লিনিকাল ম্যানেজমেন্টের উপর  একটি কোর্স গত ৫ ডিসেম্বর থেকে PPWC এর অডিটোরিয়ামে শুরু করেছে । প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কোর্সটি পরিচালিত হচ্ছে । কোর্স শেষে আংগ্রহনকারীদেরকে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সার্টিফিকেট প্রদান করা হবে PPWC এর পক্ষ থেকে ।