PPWC এর আয়োজনে চলছে অব্যাহত শিক্ষা এবং সম্প্রসারণ কর্মসূচী

207

PPWC তার অব্যাহত শিক্ষা এবং সম্প্রসারণ কর্মসূচীর আয়োতায় ৫০ ঘণ্টার ব্যথা এবং পক্ষাঘাত বিষয় জ্ঞান বিনিময়, আলোচনা এবং তার ক্লিনিকাল ম্যানেজমেন্টের উপর  একটি কোর্স গত ৫ ডিসেম্বর থেকে PPWC এর অডিটোরিয়ামে শুরু করেছে । প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কোর্সটি পরিচালিত হচ্ছে । কোর্স শেষে আংগ্রহনকারীদেরকে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সার্টিফিকেট প্রদান করা হবে PPWC এর পক্ষ থেকে ।