বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে বিপিএর আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ

বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২২ উপলক্ষে বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
৮ই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস, এবারের প্রতিপাদ্য ছিলো “” অস্টিওআর্থাইটি চিকিৎসায় ফিজিওথেরাপি চিকিৎসা সবচেয়ে কার্যকরী পদ্ধতি “”সবিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা, র‍্যালীটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। র‍্যালীতে বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন নেতারা সহ বিভিন্ন ফিজিওথেরাপি কলেজের ৫শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল এর সম্মানিত রেজিস্ট্রার সৈয়দ মেহেদী হাসান, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল এর সম্মানিত সদস্য ডাঃ শামীম আহমেদ, বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের সভাপতি ডাঃ সঞ্জিত কুমার চক্রবর্তী,সহ-সভাপতি মোঃআবু রামিম সাধারণ সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক ডাঃ কে এম এমরান হোসেন,যুগ্ম- সাংগঠনিক সম্পাদক ডাঃ নেসার উদ্দিন সাকের, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি বিভাগের চেয়ারম্যান ডাঃ ফিরোজ কবির, স্টেট কলেজ অব হেলথ সায়েন্স এর ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ডাঃ রাইসুল হাসান, বঙ্গবন্ধু ফিজিওথেরাপি পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ সৈয়দ শামীম আহসান, সাবেক প্রচার সম্পাদক প্রদীপ চন্দ্র দাস সহ প্রমুখ৷
বক্তারা তাদের বিভিন্ন দাবী উত্থাপন করেন, তারমধ্য উল্লেখ দাবীগুলো হলো বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন২০১৮ অতিদ্রুত কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা করা,বরাদ্ধকৃত যায়গায় বাংলাদেশ কলেজ অব ফিজিওথেরাপি প্রতিষ্ঠা করা, এবং বাংলাদেশের প্রতিটি সরকারি জেলা হাসপাতাল,মেডিকেল কলেজে ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে , ইউনিয়ন কমিউনিটি সেন্টারগুলোতে অন্তত একজন ফিজিওথেরাপি চিকিৎসক নিয়োগ দিয়ে ফিজিওথেরাপি চিকিৎসা সেবাকে প্রত্যন্ত অঞ্চলের জনগণের কাছে পৌছে দেয়া। দাবীগুলো পুরনের সরকারি উচ্চমহলের উদ্যোগ গ্রহন করার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেন নেতারা। বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এর সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে সভাটির সমাপ্তি ঘোষনা করেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *