বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে স্বাফিপ এর ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ

স্বাধীনতা ফিজিওথেরাপিষ্ট পরিষদ (স্বাফিপ) এর আয়োজনে ফ্রি ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডাঃ আলী ইমাম কাউসার (রুবেল) পিটি সভাপতি, স্বাধীনতা ফিজিওথেরাপিষ্ট পরিষদ। পরিচালনায় ছিলেন ডাঃ খাইরুল ইসলাম (পিটি) মহাসচিব, স্বাধীনতা ফিজিওথেরাপিষ্ট পরিষদ।
গতকাল ৮ই সেপ্টেম্বর ২০২২ইং সকাল ১০ঘটিকায় ঢাকার মিরপুর রুপনগর সুরক্ষা জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করেন। “বিশ্ব ফিজিওথেরাপি দিবস” উপলক্ষে ফ্রি ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবিনা আক্তার তুহিন (সাবেক সংসদ সদস্য) সভাপতি যুব মহিলালীগ ঢাকা মহানগর উত্তর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১। কে এম মনোয়ারুল ইসলাম (বিপুল) গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ২। হাজী তোফাজ্জল হোসেন টেনু, কাউন্সিলর ৭নং ওয়ার্ড ঢাকা উত্তর সিটিকপোর্রেশন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাধীনতা ফিজিওথেরাপিষ্ট পরিষদের সাংগঠনিক সম্পাদক ডাঃ পার্থ সারথী হালদার (পিটি), সাংগঠনিক সম্পাদক ডাঃ আখি এবং ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জিকরুল্লাহ স্বপন। এবারের প্রতিপাদ্য বিষয় “অস্টিওআর্থ্রাইটিস প্রতিকার ও প্রতিরোধ” উভয় ক্ষেত্রেই ফিজিওথেরাপি সমান কার্যকরী ভূমিকা পালন করে থাকে। পৃথিবীতে সুস্বাস্থ্য নিয়ে বেচেঁ থাকতে হলে নিয়ম শৃঙখলা মেনে চলতে হয়। বয়স্ক ব্যক্তিদের চলাফেরার অন্যতম অন্তরায় হলো হাটু ব্যথা। হাটু ব্যথার প্রধান কারণ অস্টিওআর্থ্রাইটিস বা বয়স্কজনিত সন্ধিক্ষয়। এতে নারীরা বেশি ভোগেন। ৬৫ বছরের উপরে ৪৫ শতাংশ নারীর হাটু ব্যথায় ভোগে থাকেন। এইরকম ব্যথাজনিত সমস্যার অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি হলো ফিজিওথেরাপি। এই চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসক রোগীকে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন, আস্ট্রাসাইন্ড থেরাপি, শর্ট ওয়েভ ডায়াথার্মি, ইনফ্রারেড রেডিয়েশন, ম্যানুয়াল থেরাপি, হাইড্রোথেরাপি, লেজার থেরাপি ও বিভিন্ন প্রকার ম্যানুয়াল ব্যায়ামের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকেন। যা অত্যন্ত কার্যকর। দীর্ঘমেয়াদী ঔষধ সেবনের বিকল্প হিসেবে ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিছু খাদ্য তালিকা ক্যালসিয়াম, আমিষ, ভিটামিন ডি যুক্ত খাবার খেতে পরামর্শ দিয়েছেন। এসব খাবার আমাদের হাড়ের নতুন কোষ গঠনে সাহায্য করে। অস্টিওআর্থ্রাইটিস প্রতিকারের জন্য ফিজিওথেরাপির ভূমিকা অনস্বীকার্য। নিয়মিত ব্যায়াম এবং ফিজিওথেরাপি ও খাদ্যাভাস মেনে চললে এই রোগ সহজে প্রতিকার করা যায়। বিশ্ব ফিজিওথেরাপি দিবস সফল হোক। বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে “স্বাধীনতা ফিজিওথেরাপিষ্ট পরিষদ” (স্বাফিপ) এর সকল নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *