বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসের প্রকোপে সারা বিশ্ব দিশেহারা। এহেন দূর্যোগ পরিস্থিতিতে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ থেকে অনেকেই এগিয়ে আসছেন নিজের সাধ্যমত। এছাড়াও করোনা পরিস্থিতিতে আমাদের মাঝে আবারো এসে গিয়েছে খুশির ঈদ। সামাজিক উদ্যোগ বাংলাদেশ পজেটিভ ফাউন্ডেশন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় ঈদের খুশী ছড়িয়ে দিতে দুঃস্থ মানুষের পাশে এসে দাড়িয়েছে। ‘খুশির ঈদ বাজার’ নামক একটি কাম্পেইন এর মাধ্যমে তারা ইতিমধ্যেই রাজধানী বসুন্ধরার ঘাটপাড় অঞ্চলের ৩৫ টি পরিবারের কাছে ইতিমধ্যেই এক সপ্তাহের প্রয়োজনীয় খাদ্য দ্রব্যাদি পৌছে দিয়েছে।
বাংলাদেশ পজেটিভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুহাম্মাদ আলতামিশ নাবিল জানান, “ইতিমধ্যেই আমরা ৩৫ টি পরিবারকে নিরাপদ দূরত্ব বজায় রেখে ঈদের উপহার হিসেবে তাদের এক সপ্তাহের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য উপহার দিতে সক্ষম হয়েছি। এছাড়াও করোনা পরিস্থিতিতে ইতিপূর্বে সামাজিত যোগাযোগমাধ্যমে সচেতনতা সৃষ্টি সহ “বাংলাদেশ পজেটিভ ফাউন্ডেশনের” উদ্যোগে বৃহত্তর খিলগাঁও এর ঘনবসতিপূর্ণ সিপাহীবাগ ক্লাব মোড়, নবীনবাগ, তিতাস রোড, সাহেরুনবাগ, তালতলা এবং মেরাদিয়া সরকারী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় আমরা স্থাপন করেছি অস্থায়ী হাতধোয়ার ব্যবস্থা। সমাজের সুবিধাবঞ্চিতদের পাশে থাকার পাশাপাশি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনের লক্ষে সামনেও কাজ করে যাবে আমাদের এ সংগঠনটি।”