৮ই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস, এবারের প্রতিপাদ্য ছিলো: “অস্টিওআর্থাইটি চিকিৎসায় ফিজিওথেরাপি,চিকিৎসা সবচেয়ে কার্যকরী পদ্ধতি “
বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে স্টেট কলেজ অব হেলথ সায়েন্স ফিজিওথেরাপি বিভাগের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে স্টেট কলেজ অব হেলথ সায়েন্স ফিজিওথেরাপি বিভাগের (ভারপ্রাপ্ত) বিভাগীয় প্রধান ডাঃ রাইসুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উক্ত কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ)ডাঃ আফজালুর রহমান(এন ডি সি),উপাধ্যক্ষ ডাঃ আনিস আহমেদ, মুল প্রবন্ধ উপস্থাপন করেন প্রভাষক ডাঃ রফিকুল ইসলাম, ডাঃ জসীম উদ্দিন সহ প্রমুখ। অস্টিওআর্থাইটিস সম্পর্কিত বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন ৪র্থ বর্ষের শিক্ষার্থী চন্ডিদাস রায়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ৪র্থ বর্ষের শিক্ষার্থী মিল্লাত হোসেন। সার্বিক সহযোগিতা ছিলেন, প্রদীপ চন্দ্র দাস, শারমিন সেতু,ফয়সাল, চন্ডিদাস রায়, মশিউর রহমান নয়ন,সৌরভ,,সুমন আহমেদ, সুপ্রিয় সহ অনেকে।
সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়৷