ফিজিওথেরাপি স্টুডেন্টস এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ক্যাম্পাস

ফিজিওথেরাপি স্টুডেন্টস এসোসিয়েশন, স্টেট কলেজ অব হেলথ সায়েন্সেস কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলে স্টেট কলেজ অব হেলথ সায়েন্সেস এর প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান অধ্যায়নরত সকল শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়,এতে নবীন ও প্রবীনের সমন্বয়ে প্রায় চার শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট কলেজ অব হেলথ সায়েন্সেস এর সম্মানিত অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল ডাঃ আফজালুর রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে অত্র প্রতিষ্ঠানের ফিজিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ রাইসুল হাসান এবং কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ফিজিওথেরাপি স্টুডেন্টস এসোসিয়েশন এর যুগ্ম-সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র দাস, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ১ম থেকে ২১ পর্যন্ত প্রতিটি ব্যাচ থেকেই স্মৃতিচারনমুলক বক্তব্য প্রদান করা হয়। উল্লেখ্য,অনুষ্ঠানে নবগঠিত ফিজিওথেরাপি স্টুডেন্টস এসোসিয়েশন এর সম্মানিত সভাপতি আসাদুজ্জামান খোকন এবং ইয়াসিন আরাফাত কে বিগত কমিটির সভাপতি জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রশিদ দায়িত্ব হস্তান্তর করেন৷ বিগত কমিটির সকল সভাপতি ও সাধারণ সম্পাদকগন বর্তমান পিএসএ কমিটি অতীতের ন্যায় ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যানে কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করেন। সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত চৌধুরী প্রাক্তন শিক্ষার্থীদের এবং বিগত কমিটির সকল সভাপতি ও সাধারণ সম্পাদকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং পিএসএ তথা শিক্ষার্থীদের কল্যানে কাজ করার অঙ্গীকার করেন। বর্তমান কমিটির সভাপতি আসাদুজ্জামান খোকন সমাপনী বক্তব্যে অনুষ্ঠানে স্টেট কলেজ অব হেলথ সায়েন্সেস এর সম্মানিত অধ্যক্ষ ও ফিজিওথেরাপি বিভাগের সকল সম্মানিত শিক্ষকবৃন্দকে সার্বিক সহযোগিতার জন্যে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগত সকল প্রবীন ও নবীন শিক্ষার্থী সহ ইফতার ও দোয়া মাহফিল আয়োজক কমিটির সকল সদস্য ও বর্তমান পিএসএ কমিটির সকল সদস্য কে অনুষ্ঠান আয়োজন এবং সাফল্যমণ্ডিত করায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন পিএসএ এর যুগ্ম-সাধারণ সম্পাদক মিল্লাত হোসাইন দিপ্র।
উক্ত ইফতার মাহফিল আয়োজনে সাপোর্টিভ পার্টনার হিসেবে ছিলো আরশি মেডিকেল সাপ্লায়ার্স, মনন গ্রুপ এবং সফট টাচ বায়োটেকনোলজি। মিডিয়া পার্টনার হিসেবে ছিলো – ফিজিওনিউজ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *