‘COVID-19 SITUATION IN BANGLADESH: HOW TO ADDRESS?’ শীর্ষক ওয়েবিনার

ক্যাম্পাস

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (এ্যাডাস্ট), মাস্টার্স অব পাবলিক হেলথ প্রোগ্রাম কর্তৃক আগামী ১ মে ২০২১ রাত ৮:০০ টায় ‘COVID-19 SITUATION IN BANGLADESH: HOW TO ADDRESS?’ শীর্ষক এক ওয়েবিনার অয়োজন করা হয়েছে। ওয়েবিনার অনুষ্ঠানটি ADUST অফিসিয়াল ফেসবুক পেজে সম্প্রচার করা হবে। সকলকে আলোচনা অনুষ্ঠানটি দেখার জন্য আমন্ত্রণ রইল।

১লা মে, ২০২১ (শনিবার), রাত ৮.০০ টা

সভাপতি:
জনাব মো. লিয়াকত আলী সিকদার
মাননীয় চেয়ারম্যান
বোর্ড অব ট্রাস্টিজ
অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (এ্যাডাস্ট)

মুখ্য আলোচক:
প্রফেসর ডা. কাজী তরিকুল ইসলাম
সদস্য, কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শ কমিটি

আলোচক:
প্রফেসর ড. গোলাম মো. মাদবর
মনমাউত ইউনিভার্সিটি, নিউ জার্সি, ইউএসএ

ডা. গোলাম রাহাত খান
ইমাজেন্সি মেডিসিন বিশেষজ্ঞ
ন্যাশনাল হেলথ সার্ভিসেস, ইংল্যান্ড

মুল প্রবন্ধ উপস্থাপক
ড. ফরহাদ আলী খান
গ্লোবাল এপিডেমিওলোজি ডাইরেক্টর, আস্ট্রাজেনেকা ফার্মাসিউটিক্যালস, সুইডেন।

সঞ্চালক:
ড. এম শাহীন খান
প্রফেসর, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট,
ঢাকা বিশ্ববিদ্যালয়

সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ
অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (এ্যাডাস্ট)

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *