ভুয়া ডাক্তার সেজেও শেষ রক্ষা হলো না বঙ্গবন্ধু হত্যাকারীর

কোয়াক হান্ট

তবে এই মুহূর্তে মোসলেম উদ্দিন কাদের হেফাজতে আছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে৷ ভারতের একটি সূত্র জানাচ্ছে, শুক্রবার রাতে তাকে বাংলাদেশের গোয়েন্দাদের হাতে তুলে দেওয়া হয়েছে৷ আবার অন্য সূত্রের দাবি, ভারতেই তাকে জেরা করা হচ্ছে৷ এদিকে সংবাদমাধ্যমকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ”আমরা সরকারিভাবে বিষয়টি জানি না৷ আমি আমার অফিসকে বলেছি এ বিষয়ে বিস্তারিত খবর নিতে৷” এ বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানান তিনি৷ তবে ভারতের তরফ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হচ্ছে না৷

ভারতের এক সূত্র জানিয়েছে, বহু দিন ধরেই পরিচয় গোপন করে ঠাকুরনগর অঞ্চলে চিকিৎসক পরিচয়ে বসবাস করছিলেন বঙ্গবন্ধুর অন্যতম হত্যাকারী রিসালদার মোসলেম উদ্দিন৷ ইউনানি ডাক্তার হিসেবে এলাকায় যথেষ্ট পরিচিতিও তার ছিল৷

বঙ্গবন্ধুকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবদুল মাজেদের ফাঁসি সম্প্রতি কার্যকর হয়েছে৷ মাজেদও ভারতে গা ঢাকা দিয়ে ছিলেন৷ ভারতের একটি সংবাদপত্রের দাবি, সূত্র মারফত তারা জানতে পেরেছে, আবদুল মাজেদের ফাঁসি কার্যকর হওয়ার খবর পেয়ে মোসলেম উদ্দিনও গা-ঢাকা দিয়েছিলেন৷

সূত্র : ডয়চে ভেলে

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *